পলিটেকনিকের পরীক্ষা ৩ অক্টোবর
সংবাদদাতা: বাংলাদেশ কারিগরী শিক্ষক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী পলিটেকনিক শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর এই চার দিনের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
এছাড়া পরীক্ষার মধ্যে বেশ কয়েকদিন করে ছুটি থাকে সেই ছুটির মধ্যেই এ পরীক্ষাগুলো নিয়ে নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
২৯ সেপ্টেম্বর রোববার থেকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটের জোড় সেমিস্টারের পরীক্ষা শুরুর কথা ছিল।
কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করায় সকল প্রস্তুতি সত্ত্বেও ২৯ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কোনো পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।
সারা দেশের ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপ-সহকারী প্রকৌশলীর পদ অব্যহত রাখা এবং বেতন বৈষম্য দূর করার দাবিতে গত কয়েকদিন যাবত্ আন্দোলন করে আসছিল । রবিবার তা সহিংসতায় রুপ নেয়।
এরপর সোমবার দুপুরে শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ সভায় আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নেয়ার আশ্বাস দিলে তা প্রত্যাহার করা হয়।