পর্তুগালের রুদ্ধশ্বাস জয়
পর্তুগালের রুদ্ধশ্বাস জয়
ম্যাচের অন্তিম মুহূর্তের গোলে কোনো রকমে জিতলো পর্তুগাল। ইউরোপিয়ার চ্যাম্পিয়নশীপ-২০১৬ -এর বাছাই পর্বে টানা ৪ ম্যাচ জিতে সোমবার মাঠে নামে পর্তুগাল। কিন্তু এদিন প্রায় তাদের রুখেই দিয়েছিল আলবেনিয়া। ম্যাচরে নির্ধারিত ৯০ মিনিট, এমন কি ইনজুরি টাইমের ৩ তিন মিনিট পর্যন্ত পর্তুগালের ফরোয়ার্ডদের বোতলবন্দী করে রাখে আলবেনিয়ার ডিফেন্ডাররা। ম্যাচটি তখন পর্যন্ত ছিল গোলশূন্য। তবে শেষ বাঁশি বাজার মাত্র দেড় মিনিট আগে স্বাগতিক আলবেনিয়ার হৃদয় ভাঙ্গেন পর্তুগালের ডিফেন্ডার মিগুয়েল ভেলোসো। রিকার্ডো কুয়ারেসমার কর্নার থেকে পাওয়া বলটি মাথায় লাগিয়ে দারুণভাবে গোল করেন তিনি। এতে শেষ মুহূর্তে আনন্দের বন্যা বয়ে যায় পর্তুগাল শিবিরে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই জয়ে ‘আই’ গ্রুপে শীর্ষস্থান আরও মজবুত করেছে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে মীর্ষে তারা। আর ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক। আর এদিন পর্তুগালের কাছে হেরে যাওয়া আলবেনিয়াও কক্ষপথেই রয়েছে। ডেনমার্কের চেয়ে এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। সামনের চার ম্যাচে ভাল করলে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সরাসরি ইউরোর মূল পর্বের টিকিট পেতে পারে তারা। তবে তৃতীয় স্থানে থাকলেও প্লে অফ খেলে মূল পর্বে খেলার সুযোগ থাকছে। সোমবার পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালভাবেই রুখে দেন আলবেনিয়ার ডিফেন্ডাররা। এই নিয়ে ক্লাব ও দেশের হয়ে সর্বশেষ চার ম্যাচ গোল করতে ব্যর্থ হলেন রোনালদো। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ নষ্ট করেন তিনি। ১৩তম মিনিটেই তার দুর্দান্ত একটি শট একেবারে বার স্পর্শ করে বেরিয়ে যায়। এর ১০ মিনিট পর তার আরেকটি দুর্দান্ত শট রুখে দেন আলবেনিয়ার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও সুযোগ পেয়ে তিনি কাজে লাগাতে পারেন নি। বাছাই পর্বের শেষ দুই ম্যাচে পর্তুগাল খেলবে ডেনমার্ক ও সার্বিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচটি নিজেদের আর দ্বিতীয় ম্যাচটি প্রতিপক্ষের মাঠে।