পরিষদে অনাস্থা ভোট প্রত্যাখ্যান স্পিকারের!
অনাস্থা ভোট প্রত্যাখ্যান স্পিকারের!
তবে সরকার যে কৌশল নিয়েছে তাতে আজকের ভোট নিয়ে সংশয় রয়েছে। কারণ, সরকারি দল পিটিআই অধিবেশনকে বিলম্বিত করার কৌশল নিয়েছে। শীর্ষ পর্যায় থেকে মন্ত্রী এবং সদস্যদেরকে দীর্ঘ বক্তব্য দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আদালতের নির্দেশে অনাস্থা প্রস্তাবে সরাসরি ভোট হওয়ার কথা থাকলেও স্পিকার ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা দিয়েছেন। এ নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট পুনর্বহালের যে রায় দিয়েছে, তা বাতিল করার জন্য রিভিউ পিটিশন দাখিল করেছে পিটিআই।