পরিষদে অনাস্থা ভোট প্রত্যাখ্যান স্পিকারের!

09/04/2022 10:49 pmViews: 4

 অনাস্থা ভোট প্রত্যাখ্যান স্পিকারের!

পাকিস্তানের পার্লামেন্ট হিসেবে পরিচিত জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসার বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার ৩০ বছরের সম্পর্ক। তিনি ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুমোদন করতে পারেন না। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি। সুপ্রিম কোর্টের আদেশের পর আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় অনাস্থা প্রস্তাবের ওপর ভোট সম্পর্কিত অধিবেশন শুরু হয়। নানা ঘটনায় তাতে তৃতীয় দফায় বিরতি দেয়া হয়েছে। এখন ইফতারের জন্য অধিবেশন স্থগিত রয়েছে। ইফতারের পর আবার শুরু হবে অধিবেশন। এ সময়ই ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে সরকার যে কৌশল নিয়েছে তাতে আজকের ভোট নিয়ে সংশয় রয়েছে। কারণ, সরকারি দল পিটিআই অধিবেশনকে বিলম্বিত করার কৌশল নিয়েছে। শীর্ষ পর্যায় থেকে মন্ত্রী এবং সদস্যদেরকে দীর্ঘ বক্তব্য দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। আদালতের নির্দেশে অনাস্থা প্রস্তাবে সরাসরি ভোট হওয়ার কথা থাকলেও স্পিকার ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা দিয়েছেন। এ নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট পার্লামেন্ট পুনর্বহালের যে রায় দিয়েছে, তা বাতিল করার জন্য রিভিউ পিটিশন দাখিল করেছে পিটিআই।

Leave a Reply