পরিবহন ভাড়া বাড়ল

গ্যাসের দাম বাড়ানোর পর এবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং ঢাকার আশপাশের পাঁচ জেলায় চলাচলকারী বাস-মিনিবাস ও সিএনজি-অটোরিকশার ভাড়া বাড়িছে সরকার। তবে দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে না। কারণ, এসব বাস সিএনজিতে চলে না। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও পরিবহন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ঘোষণা দেয়া হয়। আগামী ১ অক্টোবর থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে।
বাস ও মিনি বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দশ পয়সা হারে ভাড়া বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। আর মিনি বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা। নতুন সর্বনিম্ন ভাড়া মিনিবাসের ক্ষেত্রে ৫ টাকা এবং বাসের ক্ষেত্রে করা হয়েছে ৭ টাকা।
অটোরিকশার প্রথম ২ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া প্রতি মিনিট অপেক্ষার (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) জন্য এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আর চালকের কাছ থেকে মালিকের দিনপ্রতি জমা নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা। জমা নির্ধারণ কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বর্তমানে জমাবাবদ ৬০০ টাকা রয়েছে।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সিএনজির মূল্য প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫টাকা কার্যকর করে সরকার। এর প্রেক্ষাপটে নতুন ভাড়া নির্ধারণ করা হলো।