‘পরিকল্পিতভাবে দেশের ভামমূর্তি নষ্ট করা হচ্ছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশী নাগরিকদের হত্যা করে দেশের ভামমূর্তি নষ্ট করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশী নাগরিকদের হত্যা করছে।
পিলখানা ট্র্যাজেডিতে শহীদসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে বুধবার সকালে তিনি প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিরপুর সেনানিবাসে স্টাফ কলেজের নবনির্মিত ভবনও উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের গতিকে স্তিমিত করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। তবে এসব করে কেউ বাংলাদেশের অগ্রগতি ঠেকাতে পারবে না। সবাইকেই আইনের আওতায় আনা হবে।