পরস্পরের প্রশংসা করলেন পুতিন ও ট্রাম্প
পরস্পরের প্রশংসা করলেন পুতিন ও ট্রাম্প
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের শীর্ষ মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে মত দিয়েছেন পুতিন। তার আগে অবশ্য পুতিনেরও প্রশংসা করেন বিলিয়নিয়ার ট্রাম্প। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমেরিকান ভোটাররা যাকেই বেছে নেবেন, তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রাশিয়া। তবে ট্রাম্পের বিশেষ প্রশংসা করেন তিনি।
এর আগে অবশ্য পুতিন সম্পর্কে বেশ অনেকবারই প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন ট্রাম্প। অক্টোবরে ট্রাম্প বলেছিলেন, পুতিনের সঙ্গে তিনি বেশ ভালোভাবেই কাজ করতে পারবেন। সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে হস্তক্ষেপ করায় রাশিয়ার প্রেসিডেন্টের প্রশংসাও করেন ট্রাম্প। অবশেষে পাল্টা প্রশংসা করলেন পুতিনও।
ট্রাম্প সম্পর্কে পুতিন বলেন, তিনি খুবই সজিব ও সন্দেহাতীতভাবে মেধাবী একজন ব্যক্তি। তিনি বলেছেন যে আমাদের সম্পর্ক তিনি অন্যমাত্রায় নিয়ে যেতে চান। আমরা একে কেন স্বাগত জানাবো না? আমরা অবশ্যই একে স্বাগত জানাই।