পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার তীব্র নিন্দা ইরানের

09/05/2018 4:41 pmViews: 4
পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার তীব্র নিন্দা ইরানের
 
পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার তীব্র নিন্দা ইরানের
 
পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তবে দেশটি এ বিষয়ে ধৈর্যের সঙ্গে তার প্রতিক্রিয়া জানাবে নাকি চুক্তি থেকে নিজেরাই বেরিয়ে যাবে তা নিয়ে তাদের মধ্যে বিভক্তি রয়েছে বলে জানা গেছে। খবর এএফপি’র।
এদিকে ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন,‘ আমরা এমন এক অশুভ শক্তি থেকে রক্ষা পেয়েছি যারা তাদের অঙ্গীকার রক্ষা করে না। তবে ইরানের স্বার্থ নিশ্চিত হলে পরমাণু চুক্তি অব্যাহত থাকবে।’ এর আগে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা এ চুক্তিকে ‘ক্ষয়িঞ্চু’, ‘পচনশীল’ এমনকি ‘উদ্ভট’ বলে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, একজন মার্কিন নাগরিক হিসেবে তার কাছে ইরানের সঙ্গে করা এ পরমাণু চুক্তি লজ্জাকর।
সেই সাথে ২০১৫ সালে চুক্তি হওয়ার পর ইরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেগুলো আবারও আরোপ করার হুঁশিয়ারি দেন তিনি। তবে ট্রাম্পের পদক্ষেপকে ‘মারাত্মক ভুল’ আখ্যা দিয়েছেন ওবামা। ওবামার আশঙ্কা চুক্তি থেকে বেরিয়ে এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে  ইউরোপের সম্পর্কের অবনতি হবে এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। এএফপি।

Leave a Reply