পদ্মা সেতুর দুর্নীতি প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক

12/12/2015 4:37 pmViews: 7
পদ্মা সেতুর দুর্নীতি প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়েছে বলে এখনো পর্যন্ত বিশ্বব্যাংক প্রমাণ করতে পারেনি ।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে সহযোগিতা বন্ধ করে দিয়েছিল। আমি বিশ্ব ব্যাংকের কাছে চিঠি লিখেছিলাম দুর্নীতির কাগজ চেয়ে, কিন্তু তারা কোনো কাগজ দেখাতে পারেনি। আজ পর্যন্ত বিশ্বব্যাংক আমার চিঠির উত্তর দেয়নি।

শনিবার সকালে শরীয়তপুরের জাজিরায় পদ্মা বহুমুখী সেতুর নদীশাসন কাজের ফলক উন্মোচনের পর এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল। নির্মাণ প্রকল্পে অনেক বাধাবিপত্তি ছিল। আমরা পদ্মা সেতু নির্মাণকাজের প্রকল্প হাতে নিলে বিশ্বব্যাংক এগিয়ে আসে। কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়া তারা দুর্নীতির অভিযোগ আনে। যদিও আমরা এ বিষয়ে জানতে চাইলে তারা বিএনপি সরকারের সময়ের দুটি দুর্নীতির কাগজ দেখায়। এ ছাড়া তারা কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।

শেখ হাসিনা বলেন, দক্ষিণাঞ্চলকে আওয়ামী লীগ ছাড়া অন্যরা সবাই অবহেলার চোখে দেখেছে। আমরা নতুন পোর্ট করেছি, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে উন্নত রেলওয়েও করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের সহযোগিতা, সাহস নিয়ে পদ্মা সেতুর কাজে হাত দিয়েছি। এ দেশের অনেকেই এ সেতু নির্মাণ করতে চেক দিয়েছিল কিন্তু আমরা সেগুলো গ্রহণ করিনি। আমার দেশের মানুষ এ সেতু নির্মাণ করতে সার্বিক সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত।

বেলা ১১টায় হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী জাজিয়ায় পৌঁছে ফলক উন্মোচন করে নদীশাসন কাজের উদ্বোধন করেন।

নদীশাসন কাজের উদ্বোধনের পর জাজিরায় সুধি সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এরপর নৌপথে মাওয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে পদ্মা নদীর উপরে ৭ নম্বর পিলারে মূল পাইলিং কাজের উদ্বোধন করেন তিনি। এটিই সেতুর প্রথম মূল পাইল ড্রাইভিং।

পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দোগাছি সার্ভিস এরিয়া-১ এ নামাজ আদায় করেন ও মধাহ্ন ভোজ সারেন। বিকালে মাওয়া চৌরাস্তা গোল চত্বর সংলগ্ন মেদেনীমন্ডল খান বাড়ি এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিবেন প্রধানন্ত্রী।

Leave a Reply