পদ্মাসেতুর সংযোগ সড়কের পরামর্শক সেনাবাহিনী

14/10/2013 6:52 pmViews: 7

PadmaBridgeপ্রতিবেদক : পদ্মাসেতুর সড়ক নির্মাণে কনসালট্যান্ট তদারকির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ জন্য সেনাবাহিনীর সঙ্গে ১শ ৩৩ কোটি ৪৯ লাখ টাকার চুক্তি স্বাক্ষর করেছে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

রাজধানীর সেতু ভবনে সোমবার বিকেলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে পদ্মাসেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ এ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, কোরবানির ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর কাজের উদ্বোধন করবেন।

Leave a Reply