পদত্যাগ করলেন সিরিয়ায় মধ্যস্থতাকারী

30/05/2016 1:42 pmViews: 9

পদত্যাগ করলেন সিরিয়ায় মধ্যস্থতাকারী

 

সিরিয়ায় শান্তি আলোচনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ অলউশ। তিনি হাই নেগোশিয়েশনস কমিটির (এইচএনসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বলেছেন, শান্তি সংলাপ কোন রাজনৈতিক সমাধান আনতে পারছে না। সিরিয়ার যেসব এলাকা বেদখল হয়েছে সেখানকার সমস্যা সমাধান করা যাচ্ছে না। গত মাসে জেনেভায় সিরিয়া সরকারের একজন প্রতিনিধির সঙ্গে জাতিসংঘের উদ্যোগে শান্তি সংলাপ শুরু হয়। কিন্তু এইচএনসি তা স্থগিত করে। ওই সংলাপ কবে আবার শুরু হবে তার কোন দিনক্ষণ এখনও জানা যায় নি। মোহাম্মদ আলউশ বলেছেন, সরকারের একগুঁয়েমির কারণে তিন দফা আলোচনা ব্যর্থ হয়েছে। তারা সিরিয়ার জনগণের ওপর অব্যাহতভাবে বোমা বর্ষণ ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শুধু এই নয়, সৌদি আরব সমর্থিত এইচএনসি কয়েক মাস ধরে জেনেভা সংলাপের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে আসছে। বেদখল হওয়া এলাকাগুলোতে মানবিক ত্রাণ না পৌঁছানোর কারণে ক্ষোভ দেখা দিয়েছে। রাজনৈতিক বন্দিদের মুক্তির প্রক্রিয়া ধীর হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বাদ দিয়ে সিরিয়ায় রাজনৈতিক পালাবদলের কোন পদক্ষেপ নেই। এসব কারণেও ক্ষোভ রয়েছে। এখনও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে দেশজুড়ে অস্ত্রবিরতি চলছে। তা সত্ত্বেও এ চুক্তি ঘন ঘন লঙ্ঘিত হচ্ছে। এখন আলউশের পদত্যাগে সে অবস্থা আরও খারাপের দিকে যাবে। সাংবাদিকরা বলছেন, এইচএনসির আরও একজন সদস্য পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। এক কোটি ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

Leave a Reply