পদত্যাগ করলেন আকরাম খান
প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার জন্য জাতীয় দলের প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
বুধবার দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আকরাম জানান, গত ১৮ সেপ্টেম্বর বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
আকরাম খানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক কমিটির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়। পরে নির্বাচক কমিটির মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রায় পাঁচ বছর ধরে নির্বাচক কমিটিতে আছেন দেশের জনপ্রিয় এই ক্রিকেটার।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোডের্র নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম পাঠানোর শেষ দিন ছিলো মঙ্গলবার। মঙ্গলবার বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ ক্লাব গুলো তাদের কাউন্সিলরদের নাম জমা দিয়েছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে মোট কাউন্সিলরের সংখ্যা ১৭৪ জন।
উল্লেখ্য, বিসিবি সভাপতি নাজমুল হাসান কাউন্সিলর হয়েছেন আবাহনী থেকে। সাবেক সভাপতি ও আবাহনীর পরিচালক সাবের হোসেন চৌধুরী বারিধারা ড্যাজলার্সের কাউন্সিলর। দুজনই সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
জাতীয় দলের অন্যান্য সাবেক অধিনায়কের মধ্যে এনএসসির কোটায় কাউন্সিলর হয়েছেন ফারুক আহমেদ, রকিবুল হাসান, খালেদ মাসুদ পাইলট, আমিনুল ইসলাম বুলবুল ও শফিকুল হক হীরা