পদত্যাগের হুঁশিয়ারি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের
পদত্যাগের হুঁশিয়ারি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের
কয়েক সপ্তাহের মধ্যে যদি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা না আসে, তাহলে পদত্যাগের সতর্কতা দিয়েছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নন্দলাল বীরাসিঙ্গে। বুধবার তিনি বলেছেন, এ নিয়ে প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে সহ সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেখানে দেশে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নেই, সেখানে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা চরম মাত্রায় চ্যালেঞ্জিং। যদি বর্তমান অবস্থা সরকারবিহীন দুই থেকে তিন দিন অব্যাহত থাকে, তাহলে আরও খারাপ হবে পরিস্থিতি। বিদ্যুৎ সঙ্কট আরও বেশি হবে। লোডশেডিং হবে ১০ থেকে ১২ ঘন্টা। জ্বালানির আরও সঙ্কট দেখা দেবে। সঙ্কট বাড়বে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের। তিনি ইঙ্গিত দেন একজন বৈধ প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ, অর্থমন্ত্রী ছাড়া শ্রীলঙ্কা ঋণকাঠামো পুনর্গঠন করতে এবং আইএমএফের সঙ্গে দর কষাকষি করতে পারবে না
তিনি আরও বলেন, বড়জোর আর মাত্র এক সপ্তাহ আমদানি করার মতো ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রা আছে।