পদত্যাগের ঘোষণা ব্লাটারের
পদত্যাগের ঘোষণা ব্লাটারের
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় দুর্নীতি নিয়ে আলোচনার মধ্যেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন এর সভাপতি সেপ ব্লাটার। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি সভাপতি হলেও মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের জন্য বিশেষ ফিফা কংগ্রেস ডেকেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমি ফিফা এবং এর স্বার্থগুলোর সঙ্গে খুব ভালোভাবে জড়িত। এগুলো আমার খুব কাছের। এ জন্যই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে ফিফা সংস্থাটি এবং বিশ্বজুড়ে ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পরের ফিফার সাধারণ কংগ্রেস হবে মেক্সিকো সিটিতে আগামী বছরের ১৩ মে। তাই ফিফার নির্বাহী কমিটিকে যত দ্রুত সম্ভব বিশেষ কংগ্রেস ডাকতে বলবেন তিনি। বিশেষ কংগ্রেস বসতে পারে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে।