পণ্ড হয়ে গেল কাজী জাফরের কর্মী সম্মেলন

11/04/2014 9:52 pmViews: 9

 

 

 

kazi-zafar-ahmedচট্টগ্রামে পণ্ড হয়ে গেছে কাজী জাফর আহমদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির কর্মী সম্মেলন। হুসেইন মুহাম্মদ এরশাদ অনুসারীদের পাল্টা অবস্থানের কারণে এ সম্মেলন পণ্ড হওয়ার ঘটনা ঘটেছে।

 

শুক্রবার দুপুর তিনটায় নগরীর মুসলিম হলে সংগঠনের মহানগর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মুসলিম হলের নিকটে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এরশাদ অনুসারীরা পাল্টা সমাবেশের ডাক দিলে পুলিশ দলের কোন অংশকেই সমাবেশ করতে দেয়নি।

 

কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ডাকা কর্মী সম্মেলনে জাফর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সংগঠনের উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল।

 

দুপর তিনটায় ঘটনাস্থলে গিয়ে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। এসময় মুসলিম হলকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সদস্যরা হলের অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেয়নি।

 

এ সময় থিয়েটার ইনস্টিটিউটের সামনেও অবস্থান নেয় পুলিশ সদস্যরা। মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলাইমান আলম শেটের নেতৃত্বে এরশাদ অনুসারীরা মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে, তারা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।

 

এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী বলেন,‘আমরা আমাদের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২ এপ্রিল সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। পুলিশ আমাদের শহীদ মিনারে যেতে দেয়নি।’

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বলেন,‘দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্ক্ষা ছিল। তাই যারাই সমাবেশ করতে এসেছে সরিয়ে দিয়েছি।’

Leave a Reply