পটুয়াখালীতে লঞ্চ ডুবি : ৩৫ যাত্রী উদ্ধার

27/01/2014 9:03 pmViews: 7

 

 

পটুয়াখালী, ২৭ জানুয়ারি : জেলার লোহালিয়া নদীতে শাতিল-১ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ জনকে জীবিত উদ্ধার করা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীরা জানান, পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আঁচল-৫ নামে একটি লঞ্চ যাচ্ছিল। মাঝ নদীতে ওই লঞ্চ থেকে শাতিল-১ নামে আরেকটি লঞ্চে মাছ তোলা হয়। এ সময় দুটি লঞ্চই ধীরগতিতে চলছিল। আঁচল-৫-এর ধাক্কায় শাতিল-১ লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

তারা জানান, লঞ্চটিতে খুব বেশি যাত্রী ছিল না।

পুলিশ জানায়, লঞ্চটির অংশ বিশেষ এখনো ভাসমান রয়েছে। যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ডকে খবর দেয়া হয়েছে।

Leave a Reply