পঞ্চম বিবাহ বার্ষিকীতে ইমরান-অবন্তিকা

11/01/2016 1:02 pmViews: 244
পঞ্চম বিবাহ বার্ষিকীতে ইমরান-অবন্তিকা
 
পঞ্চম বিবাহ বার্ষিকীতে ইমরান-অবন্তিকা
দীর্ঘদিনের প্রণয় পরিণয়ে গড়িয়েছে যে কয়জন বলিউড ভাগ্যবানের, ইমরান খান তাদের একজন। দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করে ২০১১ সালের ১০ জানুয়ারি ঘরে তুলে নেন কৈশোরের প্রেমিকা অবন্তিকা মালিককে। দীর্ঘ সাত বছরের প্রেমের মতো তাদের দাম্পত্য জীবনও বোঝাপড়া-সুখ-স্বস্তিতে পরিপূর্ণ। সম্প্রতি এই দম্পতি বিবাহিত জীবনের পাঁচ বছর পার করেছেন।
অনলাইনে বিবাহ বার্ষিকীর একটি ছবি শেয়ার করে এই তথ্য জানিয়েছেন অবন্তিকা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
অবন্তিকা শেয়ার করা ছবির নিচে লিখেছেন, পাশে আর কাছে থাকার ১৩ বছর। আট বছর প্রেমের, পাঁচ বছর বিয়ের। তুমি আর আমি, আর আমাদের মেয়ে। এই ছোট্ট সংসারের চক্রাকার সুখে-অসুখে ভালোই আছি। ভালোবাসি তোমাকে, ইমরান।
বিবাহিত জীবনের তিন বছরের মাথায় এক কন্যা-সন্তান আসে ইমরান-অবন্তির ঘরে।

Leave a Reply