পংকজ শরণের সৌজন্যে মিন্টুর বাসায় পার্টি

04/11/2015 12:37 pmViews: 6
পংকজ শরণের সৌজন্যে মিন্টুর বাসায় পার্টি

 

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার পংকজ শরণের সৌজন্যে পার্টি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। মঙ্গলবার রাতে মিন্টুর গুলশানের বাসায় এ পার্টি অনুষ্ঠিত হয়। মিন্টু বর্তমানে দেশের বাইরে থাকায় তার স্ত্রী নাসরিন আউয়াল অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়ন করেন। পার্টিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা, ব্রাজিল, সিঙ্গাপুর ও ইতালির রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে পার্টিতে অংশ নেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও আবদুল আউয়াল মিন্টুর বেয়াই গওহর রিজভী, সাবেক কূটনীতিক ফারুক সোবহান প্রমুখ পার্টিতে অংশ নেন।

Leave a Reply