নয় বছর বয়সেই অ্যাপ নির্মাতা!

19/06/2016 11:59 amViews: 3
নয় বছর বয়সেই অ্যাপ নির্মাতা!
নয় বছর বয়সেই অ্যাপ নির্মাতা!
কচি হলেও কাঁচা নয় সে। ‌যে বয়সে আমাদের দেশের অধিকাংশ মেয়ে পুতুলের ঘর নিয়ে ব্যস্ত থাকে সেই বয়সেই আইফোনের জন্য আস্ত একটা অ্যাপ বানিয়ে ফেলেছে আনভিথা বিজয়। নয় বছর বয়সী আনভিথা অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী এক ভারতীয় দম্পতির কন্যা।
মাত্র ৯ বছর বয়েসে আইফোন ও আইপ্যাডের জন্য জন্তুজানোয়ার নিয়ে একটি অ্যাপ বানিয়েছে আনভিথা। নাম ‘স্মার্টকিনস অ্যানিম্যাল’। এ বছর সান ফ্রান্সিসকোয় অ্যাপেলের ডেভেলপার কনফারেন্সে সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে স্কলারশিপ জিতে নিয়েছে সে। তার পরই সেলিব্রেটির খ্যাতি জুটেছে তার কপালে।
আপাতত অটোগ্রাফ সই করতে ব্যস্ত ন’বছরের এই কিশোরী। সেলফি তুলছে নাম‌জাদা সব ডেভেলপারের সঙ্গে। অ্যাপেলের কর্ণধার টিম কুকের সঙ্গেও চলছে গল্পগুজব।
এ বছর অ্যাপেলের ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ‌যোগ দিয়েছিলেন প্রায় পাঁচ হাজার ডেভেলপার। তার মধ্যে ২৫০ জন খুদে ডেভেলপারকে অ্যাপেল সান ফ্রান্সিসকোয় নিয়ে গিয়েছিল নিজেদের খরচে।
কিন্তু অ্যাপ বানানো কী করে শিখল ৯ বছরের ছোট্ট আনভিথা? সে জানিয়েছে, ইউটিউব ভিডিও দেখে সে শিখেছে সফটওয়্যারের কোডিং! সাত বছর বয়স থেকে অ্যাপ বানানোর চেষ্টা করছিল সে। সাফল্য মিলেছে নয়ে। সূত্র- ইউএসএ টুডে।

Leave a Reply