নয়াপল্টনে পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন খালেদা
নয়াপল্টনে পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন খালেদা
বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে নয়াপল্টনে যাচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর জানাজা অনুষ্ঠিত হবে বলে দলীয সূত্র জানিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দুপুর সোয়া ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তবে পরিবারের অভিযোগ পিন্টুকে হত্যা করা হয়েছে। তার মৃত্যু নিয়ে এরইমধ্যে নানা প্রশ্ন উত্থাপন হয়েছে।