নয়াপল্টনেই সমাবেশ করতে চায় ১৮ দল
প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই শুক্রবার সমাবেশ করতে চায় ১৮ দল। এজন্য ঢাকা মহানগর পুলিশের কাছে নতুন করে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, তারা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চান।
এর আগে বৃহস্পতিবার দুপুরেও নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছিল বিএনপি। তবে ১৩ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলকে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট রাজধানীতে ২৫ অক্টোবর জনসভার কর্মসূচি ঘোষণার পর নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান ও পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে।
একই দিন আওয়ামী লীগও রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয়। পাল্টাপাল্টি কর্মসূচির পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর থেকে ঢাকা মহানগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি।