নয়ন ও ফারুক ৮ দিনের রিমান্ডে

05/10/2013 10:37 amViews: 10
ICT--Leak--Noyonপ্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের রায়ের খসড়া কপি ফাঁসের ঘটনায় গ্রেফতার হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুককে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাদেরকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদনটি করা হয়। নয়ন আলীকে শুক্রবার গ্রেফতার ডিবি পুলিশ। নয়ন ট্রাইব্যুনালের দৈনিক হাজিরাভিত্তিক (মাস্টার রোল) পরিচ্ছন্নতাকর্মী। এ ঘটনায় শুক্রবার নয়নসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে ডিবি। সাকার আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসান ও মো. ফারুক নামের আইসিটির আরেক কর্মচারী মামলার আসামি। –

Leave a Reply