নয়দিন পর ক্লাসে ফিরছেন শিক্ষকরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক সভা শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।
ওই সভায় আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দাবি পূরণের বিষয়ে অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। এরপর ওইদিনই আন্দোলন নিয়ে পরবর্তী ঘোষণা দেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম নূরুন নবী জানিয়েছেন, তাদের বিভাগে ক্লাস চলছে। কলা ভবনসহ অন্যান্য বিভাগগুলোতেও ক্লাস সচল আছে।
জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত মঙ্গলবার সন্ধ্যার পর জেনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ জন্য তারা আজ ক্লাসের ফিরে যাবার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাই আজ ক্লাস হয়নি।
সিনিয়র সচিবের সমান বেতন-ভাতা, সপ্তম পে-স্কেলের সব সুযোগ-সুবিধা নতুন পে-স্কেলে বহাল রাখাসহ ৫ দফা দাবিতে গত ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অষ্টম দিনে সোমবার বিকালে শিক্ষক নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যার পর প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী সেখানে কিছু দাবি পূরণের আশ্বাস দেন। কিছু দাবি দেখার কথা জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী আন্দোলনরত ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামজিকবিজ্ঞান অনুষদ ভবনে মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ফেডারেশনের সভা শেষে সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ক্লাসে ফেরার ঘোষণা দেন।
জানা গেছে, শিক্ষকরা এখন আন্দোলন স্থগিত করলেও আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করবে ফেডারেশন। এরপর ফেডারেশন ওইদিনই পুনরায় বৈঠকে বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।