নড়াইলে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় নুরনবী নামে এক যুবককে যশোর থেকে আটক করেছে নড়াইল জেলা পুলিশ। এ নিয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পাঁচজনকে আটক করা হলো। রোববার রাত ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নুরনবী ভাড়ায় মোটরসাইকেল চালান। তার বাড়ি নড়াইলের গোবরা এলাকায়।

নড়াইল সদর থানার সাইবার ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক কামাল হোসেন সমকালকে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতে নুরনবীকে আটক করা হয়েছে। এর আগে এই মামলার আসামি মনিরুল ইসলাম রুবেলকে যশোরের বারান্দীপাড়া আমতলা থেকে ও খুলনার বয়রা থেকে রনি গাজীকেও আটক করেন তিনি।

গত ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করাসহ শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পোড়ানো এবং পুলিশের কাজে বাঁধা দেওয়ার ঘটনায় এসআই মুরসালিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৭০-১৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।