নড়াইলের বিএনপি নেতা বেবি গাজীকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় গাজী রইস উদ্দিন ওরফে বেবি গাজী (৫৫) নামে সাবেক এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ধলইতলা গ্রামে এ ঘটনা ঘটে। বেবি গাজী লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, শনিবার বিকেল পাঁচটার দিকে ধলইতলা গ্রামের নান্নু ডাক্তারের বাড়ির সামনে দুর্বৃত্তরা বেবি গাজীকে কুপিয়ে মারাত্মক আহত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।