ন্যায় বিচারে মীর কাশেম আলীর পরিবারের শঙ্কা

15/02/2016 3:58 pmViews: 9
ন্যায় বিচারে মীর কাশেম আলীর পরিবারের শঙ্কা
 
ন্যায় বিচারে মীর কাশেম আলীর পরিবারের শঙ্কা
মানবতা বিরোধী অপরাধ মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মীর কাশেম আলীর পরিবারের সদস্যরা।
আজ সোমবার মীর কাশেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন এক বিবৃতিতে বলেছেন, আমার স্বামীর আইনজীবী অবসর প্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুুরী আপিল শুনানিতে অংশ নেয়ার পর অ্যাটর্নি জেনারেল তাকে উদ্দেশ করে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। সংবিধান বা আইনে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও বিরামহীন ভাবে প্রকাশ্যে ও গোপনে তাকে প্ররোচণা ও হয়রানি করে মামলা থেকে সরে আসতে বাধ্য করা হয়েছিল। মামলার এই পর্যায়ে এসে এখন নজরুল তার নাম প্রত্যাহার করায় মীর কাশেম আলীর মামলায় প্রচণ্ড প্রভাব ফেলবে। রাষ্ট্রের এই নগ্ন হস্তক্ষেপে আদৌ ন্যায়বিচার পাওয়া যাবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত।

Leave a Reply