ন্যায়বিচার হলে খালাস পাবেন নিজামী: মাহবুব

|
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ন্যায়বিচার হলে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী আপিলে খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ নিজামীর আপিল আবেদনের রায়ের জন্য আগামী ৬ জানুয়ারি দিন ধার্য করে। পরে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি ন্যায়বিচার হলে নিজামী খালাস পাবেন।’ একই সঙ্গে তিনি বলেন, ‘এর বাইরে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের আনা অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে নিজামীর বয়স এবং স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত লঘুদণ্ড দেবেন বলেও আমরা আশা করছি।’ এ সময় খন্দকার মাহবুব বলেন, ‘একাত্তরে রাজনৈতিক বিশ্বাসে জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষে কাজ করেছে। সেই দলের একজন কর্মী হিসেবে নিজামীও রাজনৈতিক বিশ্বাসে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কিন্তু মতিউর রহমান নিজামী ওই সময়ে সংঘটিত কোনো অপরাধে সরাসরি অংশ নিয়েছেন, তা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এজন্য আমরা তার খালাসের ব্যাপারে আশাবাদী।’ এর আগে সকালে খন্দকার মাহবুব হোসেন রাষ্ট্রপক্ষের উপস্থাপিত যুক্তিখণ্ডন করেন। |