ন্যায় – ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন হোক: ইপিজেডে তাফসীরুল কোরআন মাহফিলে ডঃ বি এম মফিজুর রহমান আল আযহারী
হোসেন বাবলা: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী চিন্তাবিদ, সুবক্তা ডঃ বি এম মফিজুর রহমান আল আযহারী
প্রধান মোফাসিসর হিসেবে বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন । গতকাল শুক্রবার রাতে সিইপিজেড গেটস্থ গার্মেন্টস শ্রমিক ও তা’লীমূল কোরআন আর্দশ মাদ্রাসার দোয়া উদ্যোগে ১০ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সহকারী জেনারেল সেক্রেটারি (বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীন) মাওলানা মাহামুদুর রহমান দিলাওয়ার(সিলেট)।
বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক এডভোকেট মোঃ শাহেদ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মোঃ ইব্রাহীম খলিল, সমাজসেবক মোঃ আবু মোকাররম, ওসমান গনি মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাজমুল খান, মোঃ হারুন অর রশিদ, মাওঃ হাবিবুর রহমান, আবুল কালাম, মোঃ ইব্রাহিম, মোঃ সবুজ খান সহ তা’লীমূল কোরআন আর্দশ মাদ্রাসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে সেরা হাফেজ ও ক্বারীদের পাকড়ি প্রদান এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।