ন্যাটোর সম্প্রসারণকে হুমকি মনে করে রাশিয়া

01/01/2016 4:37 pmViews: 2
ন্যাটোর সম্প্রসারণকে হুমকি মনে করে রাশিয়া
 
ন্যাটোর সম্প্রসারণকে হুমকি মনে করে রাশিয়া
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। দেশটির সর্বশেষ জাতীয় নিরাপত্তা নীতি পরিকল্পনায় ন্যাটোর এই সম্প্রসারণকে দেশটির প্রতি হুমকি বলে বর্ণনা করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতীয় নিরাপত্তা কৌশলের সর্বশেষ এই সংস্করণটি অনুমোদন করে এতে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, রাশিয়ার ‘স্বাধীন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি-বিরোধী তৎপরতা’ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা।
যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা বৈশ্বিক সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও এতে অভিযোগ করা হয়। ২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেনের গৃহযুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক নাজুক হয়ে পড়ে।
রাশিয়ার সাম্প্রতিক জাতীয় নিরাপত্তা কৌশলগুলোর প্রত্যেকটি বষয়েই ন্যাটোর বিষয়ে সমালোচনামূলক মনোভাব প্রকাশ পাচ্ছে।
২০১৪ সালে রাশিয়া ঘোষণা করে, ইউক্রেনের সঙ্কট এবং পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতির কারণে রুশ সামরিক নীতি পরিবর্তন করা হচ্ছে। ওই সময় ক্রেমলিনের উপদেষ্টা মিখাইল পোপভ জানিয়েছিলেন, ন্যাটোর সম্প্রসারণের অর্থ হচ্ছে সামরিক জোটটি রুশ সীমান্তের কাছাকাছি চলে আসছে এবং এতে রাশিয়া একটি ‘হুমকির’ মুখোমুখি হচ্ছে।
২০০৯ সালে আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ন্যাটো জোটের অন্তর্ভুক্ত হয়। এরপর ২০১১ সালে বসনিয়া, জর্জিয়া, মেসেডোনিয়া এবং মন্টিনিগ্রো একই সামরিক জোটে যোগ দেয়।

Leave a Reply