নৌমন্ত্রীর গাড়ির ধাক্কায় তিন পুলিশ আহত
নৌমন্ত্রীর গাড়ির ধাক্কায় তিন পুলিশ আহত
১৮ জুন ২০১৫,বৃহস্পতিবার, ১০:৪৫
ময়মনসিংহের ফুলপুরে নৌমন্ত্রী শাজাহান খানের গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে নৌমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা সুস্থ আছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তিন পুলিশ কনস্টেবল হলেন আতিক, আতিকুল ও ফিরোজ। রাতেই তাঁদের ফুলপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে নৌমন্ত্রী শাজাহান খান শেরপুর যাচ্ছিলেন। তাঁকে বহনকারী গাড়িটি ফুলপুর থানাধীন ভাইটকান্দি ছয় মাইল নামক স্থানে পৌঁছালে রাস্তার স্পিডব্রেকার পার হওয়ার সময় গাড়িটি পুলিশের প্রটেকশন গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় সামনের প্রটেকশন গাড়িতে থাকা তিন পুলিশ কনস্টেবল আহত হন। দুর্ঘটনায় নৌমন্ত্রীর গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষ