নো ফ্লাই লিস্ট থেকে বাদ শেহবাজ, নওয়াজ, হামজা, মরিয়ম শরীফের নাম

24/04/2022 11:37 pmViews: 7

নো ফ্লাই লিস্ট থেকে বাদ শেহবাজ, নওয়াজ, হামজা, মরিয়ম শরীফের নাম

এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) বা নো ফ্লাই লিস্ট থেকে পাকিস্তানের নতুন সরকার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী-নির্বাচিত হামজা শেহবাজ, পিএমএলএনের সুপ্রিমো নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজের নাম বাদ দিয়েছে। এ তালিকা থেকে আরও বাদ দেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি, আহসান ইকবালের নাম। ইসিএল থেকে এসব নাম আগামী কয়েক দিনের মধ্যে বাতিল করা হবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয় এর আগেই ২২শে এপ্রিল নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন নবনির্বাচিত সরকার ইসিএলে যেসব নাম আছে তাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। এ তালিকা থেকে বাদ যেতে পারে কয়েক হাজার মানুষের নাম। তবে আগেভাগেই বুধবার নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের নাম ওই তালিকা থেকে বাদ দেয়ার অনুমোদন দিয়েছে।

Leave a Reply