নোয়াখালী পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি
নোয়াখালী পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী হারুনুর রশিদ আজাদ নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।
জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের মাইজদীস্থ বাস ভবনে সংবাদ সম্মেলনে বিএনপির এই প্রার্থী বলেন, সকালে ভোটগ্রহণ শুরু আগেই প্রায় প্রতিটি কেন্দ্রের বাহিরে বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নেয়। তারা বিশেষ স্টিকারযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভোট কেন্দ্রের পাশে ঘেঁষতে দেয়নি। এতে বেশিরভাগ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। প্রভাতী স্কুল, আহমদিয়া উচ্চবিদ্যালয়, কারামতিয়া আলিয়া মাদরাসা, ইসলামিয়া আলিয়া মাদরাসা, ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়সহ ১৫টি কেন্দ্রে বিএনপির কোনো অ্যাজেন্টকে ঢুকতে দেয়া হয়নি।
এ সময় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান ছাড়াও পৌরসভার নয়টি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা সুব্রত কুমার দে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির অভিযোগ ভিত্তিহীন।