নোয়াখালীর সোনাইমুরীতে মুরগীর খামারের সামনে ককটেল ফোটাতে নিষেধ করায় মোঃ রাজু ও ওমর ফারুক নামের দুই যুবককে কুপিয়ে গুরুতর যক্ষম করে বখাটে ও সন্ত্রাসী বাবু ওরফে শেখ বাবু।
নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর সোনাইমুরী থানার নদনা ইউনিয়নের জগজিবনপুর গ্রামে একটি মুরগীর খামারের সামনের বখাটে ও সন্ত্রাসী বাবু ওরফে শেখ বাবু প্রায় ককটেল ফোটায়। ককটেলের আওয়াজে ও তেজস্কিৃয়ায় গ্রামের মানুষ আতংকিত হয় এবং খামারের ২০/৩০টি মুরগী মারাযায়। ককটেল ফোটাতে নিষেধ করায় গত ৩০শে আগষ্ট ২০২৩ইং বুধবার সন্ধ্যায় মোঃ রাজু ও ওমর ফারুক নামের দুই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যক্ষম করে বখাটে ও সন্ত্রাসী বাবু ওরফে শেখ বাবু। জানায় যায় মোঃ রাজু ও ওমর ফারুক নামের দুই যুবক হাসপাতালে মৃত্যু শজ্যায় রয়েছে। স্থানীয় লোক জনের সাথে কথা বলে জানাযায় বখাটে ও সন্ত্রাসী বাবু ওরফে শেখ বাবু তার বাবা মোঃ সোলেমান ও তার বড় ভাই সুমন ও মেজ ভাই মোঃ রাজুর সহযোগীতায় জুয়েলের দোকানের সামনে জন সম্মুখে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে উক্ত জগন্য ঘটনা ঘটায়।
স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যে বখাটে ও সন্ত্রাসী বাবু ওরফে শেখ বাবু উক্ত এলাকায় নেসা জাতায়ী দ্রব্য বিক্রয় করে এবং সে নিজেও সেবন করে। এবং এলাকায় নানা অপকর্ম সাধারন মানুষকে হয়রানী ও চাঁদাবাজী তার কাজ। জানাযায় উক্ত ঘটনায় বখাটে ও সন্ত্রাসী বাবু ওরফে শেখ বাবু তার বাবা মোঃ সোলেমান ও তার বড় ভাই সুমন ও মেজ ভাই মোঃ রাজুকে আসামী করে সোনাইমুরী থানায় মামলা করা হয। এই রির্পোট লেখা পর্যন্ত উক্ত জগন্য ঘটনা ঘটানো আসামীরা কেউ গ্রেফতার হযনি। স্থানীয় জনগন উক্ত জগন্যতম ঘটনার সকল আসামীদের দ্রæত গ্রেফার ও তদন্ত সাপেক্ষে শুষ্ট বিচার দাবী করে স্থানীয় প্রশাসনের কাছে।