নোয়াখালীর বেগমগঞ্জে মিথ্যা অভিযোগ দিয়ে প্রবাসী পরিবারকে হয়রানি।

04/02/2023 8:34 pmViews: 3

নিজস্ব প্রতিবেদক : পরিত্যক্ত বতসঘরে নিজেই আগুন দিয়ে নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ এক প্রবাসী পরিবারের। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের সৈয়দ আলী মুন্সি বাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিত্যক্ত বসত ঘরের আঙ্গিনায় কাঠের টুকরাতে আগুন দিয়ে প্রতিপক্ষ প্রবাসী পরিবারকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিরামপুর গ্রামের আবদুল কাদেরের সাথে একই বাড়ির আবুল কালাম গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর সূত্রধরে চলতি বছরের গত ১৭ জানুয়ারী রাত চারটার দিকে আবদুল কাদেরের পরিত্যক্ত ঘরে কাঠের টুকরাতে নিজেরা আগুন ধরিয়ে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নিজেরাই চিৎকার শুরু করে।

ভুক্তভোগী আরো জানান, আমাদের ওয়ারিশি ও খরিদকৃত সম্পত্তির উপরে আমারা ভাইয়েরা ঘর-দুয়ার করে বসবাস করে আসতেছি। আমরা প্রবাসে থাকি কয়েকটি দিনের জন্য দেশে আসি সুখে শান্তিতে বসবাস করতে। কিন্তু দেশে আসলেই আমাদের উপর আবদুল কাদেরের পরিবারের সদস্যরা বিভিন্ন অজুহাতে ঝগড়া করে। গত কয়েক দিন আগে আমাদের খরিদ করা সম্পত্তির উপর পুরানো টয়লেটকে নতুন করে নির্মান করতে আসলে আবদুল কাদেরের পরিবার লোকজন আমাদেরকে বাধা দেয়। পরে আমি যারা আমাদেরকে জমিন বুঝাইয়া দিয়াছেন তাদের কাছে আসলে তারা পূনরায় উভয় পক্ষকে ডেকে সালিসি বৈঠকের জন্য বলে এবং উভয় পক্ষের সম্মতিতে পরিমাপের জন্য টাকা জমা দেওয়াব সিদ্ধান্ত হয়। আমি সময় মতে টাকা জমা দিয়াছি কিন্তু প্রতিপক্ষ টাকা জমা দেয়নি। পরে সালিসগন আমার টাকা ফেরত দেয়। এরপর থেকে আবদুল কাদেরের বিবাহিত মেয়ে জান্নাতুল ফেরদাউস লিমা বিভিন্ন অজুহাতে আমাদের সাথে ঝগড়া করতে চেষ্টা করে। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে তাদের পরিত্যক্ত ঘরে কাঠের টুকরাতে নিজেরা আগুন ধরিয়ে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আবদুল কাদেরের বিবাহিত মেয়ে জান্নাতুল ফেরদাউস লিমা বাদী হয়ে আমাদের কয়েক জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে ভুক্তভোগী আরো জানান, আবদুল কাদেরের মেয়ে আমাদের প্রায় ২ শতক জমি জোর পূর্বক দখলের পায়তারা চালায়। এ নিয়ে কয়েকবার গ্রামে সালিসি বৈঠক বসে আমিন দিয়ে পরিমাপ করে সবাইকে জমিন বুঝাইয়া চিটা করে দেন। তাহা উভয় পক্ষই মানিয়া নিয়াছে। এরপর থেকে আবদুল কাদের ও তার বিবাহিত মেয়ে এসে আমাদের জমিন দখলের চেষ্টা করে। চেষ্টা ব্যর্থ হয়ে আবদুল কাদেরের মেয়ে তাহার পিতার পরিত্যক্ত ঘরে কাঠের টুকরাতে নিজেই সামান্য আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর জন্য নিজেদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। তিনি আরো বলেন, আবদুল কাদেরের মেয়ে বিবাহিত , তবে তিনি সন্তানদের নিয়ে পিতার বাড়িতে অবস্থান করছেন। আবদুল কাদেরের স্ত্রী সালেহা বেগম জানান, আমার বসত ঘরে কে-বা কাহারা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয়। আমি কাওকে দেখি নাই। পরে আমি এক বালতী পানি দিয়ে আগুন নিবাইয়া ফেলি।

অভিযোগ কারী জান্নাতুল ফেরদাউস লিমা জানান, আবুল কালামদের সাথে আমাদের জায়গা নিয়ে বিরোধ আছে, ঘটনার দিন বসত ঘরে কে-বা কাহারা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয় আমরা কাউকে দেখিনি। পরে আমার মা আগুন দেখে টয়লেটে ব্যাবহার করা পানি দিয়ে আগুন নিবাইয়া ফেলে । আমাদের চিৎকার শুনে মানুষজন আসে দেখে পরিস্থিতি।

Leave a Reply