নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু

14/10/2013 7:59 pmViews: 9

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী॥ সদর উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে রাসেল (২০) ও শাওন (২২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সোহেল (২০) নামের অপর একজন। সোমবার ভোরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামাল মিয়ার গোডাউন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সুধারাম মডেল থানা পুলিশ নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠান এবং আশঙ্কাজনক অবস্থায় আহতকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করে। আহত সোহেল নোয়ান্নই ইউনিয়নের করমুল্যাপুর গ্রামের নূর আলম চৌধুরীর ছেলে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার ভোরে বিনোদপুর ইউনিয়নের জামাল মিয়ার গোডাউন সংলগ্নস্থানে কয়েক অজ্ঞাত পরিচয় লোককে স্থানীয় মুসল্লিরা দেখতে পেয়ে পরিচয় জানতে চাইলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ডাকাত ডাকাত বলে তাদের ধাওয়া করলে আশপাশ থেকে এলাকাবাসী বের হয়ে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। স্থানীয়দের গণপিটুনিতে দু’জন ঘটনাস্থলে মারা যায় এবং একজন আহত হয়। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে।

Leave a Reply