নোয়াখালীতে ওবায়দুল কাদেরকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার নিজ জেলা নোয়াখালীতে আসছেন। তার আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে জেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে শনিবার দুপুর দুইটায় নোয়াখালী জেলা স্কুলের মাঠে এক জনসভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এই জনসভাকে সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা গত কয়েকদিন ধরে সভা, সমাবেশ ও প্রচারণা চালিয়ে আসছেন। জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। এই জনসভাকে ঘিরে দলীয় নেতা-কর্মীরা এখন উজ্জীবিত।
জনসভার প্রস্তুতি নিয়ে বুধবার জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় দলটির জেলার সাধারণ সম্পাদক ও সদরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সর্বস্তরের পেশাজীবী সংগঠন ও জেলাবাসীকে এ জনসভা সফল করার জন্য সহযোগিতার আহ্বান জানান।