‘নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে প্রতিহত করা হবে’
প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করার অধিকার কারো নেই, কেউ করতে চাইলে সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে।
রবিবার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দেশেরআইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু’একটি ঘটনা ঘটলেও তা বিচ্ছিন্ন। চলতি সেপ্টেম্বর মাসে ঈদ এবং দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে শ্রম ও কর্মস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।