নূর হোসেন ৮ দিনের রিমান্ডে
কলকাতা: কলকাতায় গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেন ও তার দুই সহযোগীর ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রোববার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের দ্বিতীয় মুখ্য বিচার বিভাগীয় হাকিম এ আদেশ দেন।
এর আগে রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে নূর হোসেন ও তাঁর দুই সহযোগীকে নিয়ে বিধাননগর কমিশনারেট এলাকার এয়ারপোর্টসংলগ্ন বাগুইয়াটি থানা থেকে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ। এরপর ওই তিনজনকে আদালতের গারদখানায় রাখা হয়।
শুনানি শেষে তিনজনের প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নূর হোসেন ও তাঁর দুই সহযোগীর পক্ষে আদালতে জামিনের আবেদন করা হয়নি।
আদালতে পৌঁছেই নূর হোসেন বলেন, আমি নির্দোষ। প্রকৃত দোষীদের বিচার চাই।
রিমান্ড শেষে তাকে ২৩ জুন আবারো আদালতে হাজির করা হবে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলকাতা বিমানবন্দরসংলগ্ন কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেন ও সাত খুন মামলার আসামি আনোয়ার হোসেন আশিক, সুমন, শামীমসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।