নুরুল ইসলাম বিএসসির ভাগনেকে গুলি করে হত্যা
নুরুল ইসলাম বিএসসির ভাগনেকে গুলি করে হত্যা
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি নুরুল ইসলাম বিএসসির ভাগনে ওবায়দুল হককে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১টার দিকে রাজধানীর কলাবাগান থানার সেন্ট্রাল রোড গলিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওবায়দুলকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত আড়াইটায় তার মৃত্যু হয়। তবে কি কারণে এ হত্যাকা- ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।