নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসুন: বিএনপিকে সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হঠকারী রাজনীতি পরিহার করে নিয়মাতান্ত্রিক রাজনীতির পথে আসলে বিএনপিরই লাভ হবে। কেননা এতে দেশ একদিকে যেমন উন্নয়নের পথে এগিয়ে যাবে তেমনি বিএনপি সংগঠিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’র উদ্যোগে আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আপনি দলকে সংগঠিত করে নির্বাচনের পথে আসুন। অন্য কোন পথে নয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বেগম খালেদা জিয়া সরকারের পতন করতে গিয়ে নিজের দলেরই পতন করে ফেলেছেন। কেননা সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভোট বেড়েছে আর বিএনপির ভোট কমেছে।
তিনি বলেন, কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা স্বত্বেও সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন অতীতের স্থানীয় যে কোন নির্বাচনের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। এই নির্বাচন শেষ হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। সে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিবাচন হবে।
সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ইস্কান্দর মির্জা শামীম, কৃষক লীগ নেতা নাজির মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী ও বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি।-বাসস।