‘নিসের ঘটনা নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা’

15/07/2016 6:10 pmViews: 3
‘নিসের ঘটনা নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা’
 
‘নিসের ঘটনা নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা’
‘নিস শহরে জনতার উপর ট্রাক তুলে দিয়ে প্রাণহানি ঘটানোর বিষয়টি নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা।’ শুক্রবার ভোরে ফ্রান্সের নিস শহরে ওই ঘটনার পর এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ টেলিভিশনে দেয়া এক বক্তব্যে  এ কথা বলেন।
ওলাঁদ বলেন, এ ধরনের হামলার বিরুদ্ধে মোকাবিলায় যা দরকার করা হবে। তিনি এ সময় বলেন, পুরো ফ্রান্স ইসলামি সন্ত্রাসবাদের হুমকির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নিস শহরে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার উপর তিউনিসিয়ার বংশোদ্ভূত ৩১ বছর বয়সী এক ফরাসি নাগরিক ট্রাক তুলে দেয়। এতে শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়। আহত হয় ৫০ জন।

Leave a Reply