নিষেধাজ্ঞা তুলেই যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে হবে: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে আবার ফিরে আসতে হবে। আর এর আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর দেওয়া সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রবিবার ইরানের বিমান বাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে খামেনি কথা বলেন।
বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, ‘তারা চুক্তির পর খুব অল্প সময়ের জন্য অবরোধ (ইরানের ওপর থেকে) তুলে নিয়েছিল। কিন্তু আবার তারা পালটে যায় এবং অবরোধ বৃদ্ধি করে।’
ইরানের সর্বোচ্চ নেতা বলেন,এই অঞ্চলে আমেরিকার অনুগত দেশগুলো বিশেষকরে অবৈধ ইসরায়েল এখন হতবিহবল হয়ে পড়েছে এবং উল্টাপাল্টা বকছে, কারণ তারা আন্তর্জাতিক অঙ্গনে ও দেশের ভেতরে আমেরিকার বাস্তব অধঃপতনে ভীত-সন্ত্রস্ত ও উদ্বিগ্ন।
খামেনি বলেন, চুক্তির জন্য ইরান শর্ত দিয়েছে এবং সেখান থেকে দেশটি পিছু হটবে না। ‘তারা যদি চায় চুক্তিতে ইরান আবার ফিরে আসবে, তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল অবরোধ তুলে নিতে হবে। এবং এটা শুধু কাগজে-কলমে না; তাদেরকে এটা কাজে পরিণত করতে হবে আর আমরা তা যাচাই করব।