নির্যাতনের ঘটনা প্রমাণ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা

16/01/2016 1:44 pmViews: 8
নির্যাতনের ঘটনা প্রমাণ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা

ইজতেমায় আগত বিদেশী মুসল্লিদের পর্যবেক্ষণ করা হবে
বাংলাদেশ ব্যাংক ও ডিসিসির দুই কর্মকর্তা নির্যাতনের ঘটনায় দোষী প্রমানিত হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, এ বিষয়ে ডিএমপি কমিশনার কর্তৃক তদন্ত কমিটি করা হয়েছে। আমি নিজেও ডিআইজির নেতৃত্বে তদন্ত কমিটি করেছি। আর ইনস্ট্যান্টলি (তাৎক্ষণিকভাবে) সাজামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত আসার পর আমরা যা পাবো, তার ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আইজিপি শহীদুল হক বলেন, আইন-শৃংখলাবাহিনীর কেউ যদি ন্যুনতম অপরাধ করে, সেগুলো আমরা আমলে নিই এবং তাদের কোন রকম অনুকম্পা দেখানো হয় না। বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত অনেক পুলিশ অফিসারের শাস্তি হয়েছে, বিভিন্ন ধরণের শাস্তি হয়েছে। অনেক পুলিশ সদস্য অ্যারেস্ট হয়েছে। অনেকের বিরুদ্ধে চার্যশীট দেয়া হয়েছে। অনেকের সাজাও হয়েছে।

Leave a Reply