নির্বাহী ক্ষমতায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন করবেন ওবামা
মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন করতে নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন কংগ্রেস এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া তিনি এই পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন।
২০১৬ সালের প্রথম ভাষণে ওবামা বলেছেন, তিনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। তার এই বক্তব্যের পরে ব্যক্তিগত বন্দুক রাখার সমর্থক বিভিন্ন গোষ্ঠী ও রিপাবলিকানরা তার সমালোচনায় হামলে পড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু বারাক ওবামা জানিয়েছেন তিনি অনেক বাবা-মা, শিক্ষক ও শিক্ষার্থীর কাছ থেকে এই সহিংসতা বন্ধ করতে চিঠি পেয়েছেন। ওবামা এই সহিংসতা বন্ধে বেশ কয়েকবার উদ্যোগ নেয়ার চেষ্টা করেছেন। সেইসব চেষ্টা ব্যর্থ হওয়াতেই নিজের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন ওবামা বলেন, কয়েক মাস আগে আমার টিমকে বলেছিলাম গোলাগুলি সংশ্লিষ্ট সহিংসতা কমাতে আমি কী করতে পারি। এরই ধারাবাহিকতায় আমি অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ এর সঙ্গে কথা বলবো।