নির্বাচিত সবাই মুসলিম
নির্বাচিত সবাই মুসলিম
এ খবর ইতিমধ্যেই অনেকে জেনেছেন। এবার এ বিষয়ে টুইট করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। বুধবার এক টুইটে তিনি প্রশ্ন করেছেন, আপনি কি জানেন মিশিগানের হ্যামট্রামক মাত্রই ‘সিটি কাউন্সিলে সব মুসলিম নির্বাচিত করা’ প্রথম মার্কিন শহর হিসেবে নাম লিখিয়েছে?
হ্যামট্রামকের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশেরই বাংলাদেশে শিকড় রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। হ্যাশট্যাগে তিনি লিখেছেন ‘মুসলিমস ইন আমেরিকা’ বা ‘যুক্তরাষ্ট্রে মুসলিমরা’।
‘সবাই মুসলিম এমন সরকার’ গঠন বিষয়ে সিএনএন এর একটি প্রতিবেদনও যুক্ত করেছেন রাষ্ট্রদূত মিলার।
উল্লেখ্য, হ্যামট্র্যামক ‘মাত্র দুই বর্গ মাইলের বিশ্ব’ বলে একটি প্রবাদ প্রচলিত আছে। কারণ পাঁচ বর্গ কিলোমিটারের শহরটিতে মানুষ ৩০টির বেশি ভাষায় কথা বলে থাকে। অথচ শহরে মাত্র ২৮ হাজার লোকের বসবাস। প্রথমবারের মতো এবার সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক আমির গালিব।