নির্বাচন বানচাল করার শক্তি কারো নেই: প্রধানমন্ত্রী
বাংলার মানুষ নির্বাচন চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার শক্তি কারো নেই।’
তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা সমঝোতা চান না, কেবল আলটিমেটাম দেন।’
বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘জামায়াত নির্বাচন করতে পারবে না বলেই নির্বাচন বানচাল করতে চান বিরোধীদলীয় নেতা।’ উপস্থিত জনসাধারণকে নৌকায় ভোট দেবার জন্য আবারো আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা আরো বলেন, ‘বিএনপি নেত্রী কথায় কথায় হুমকি দেন,আন্দোলন দেন আর আল্টিমেটাম দেন। ওনার এক আল্টিমেটাম আসে, আবার সেখান থেকে আরেক আল্টিমেটামে যান। ওনার আল্টিমেটামেও শেষ নাই, আর হুমকি-ধামকিরও শেষ নাই। আমরা চেয়েছিলাম, পার্লামেন্টে আমরা যারা সংসদ সদস্য, আমরা বসে আলাপ আলোচনা করে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই। যখনি আমি ওনাকে আলোচনার জন্য ডাকি, তখনই ওনি আমাকে আল্টিমেটাম দেন।’
তিনি বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ওনি নির্বাচনে আসবেন না। নির্বাচন বানচাল করবেন। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ ভোট দিবে। বাংলাদেশের মানুষ চায় একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন এবং তারা জানে, একমাত্র আওয়ামী লীগ-ই পারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিতে।’
এর আগে দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।