‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করছে তাদেরও শাস্তি পেতে হবে’ কোটালীপাড়ার জনসভায় প্রধানমন্ত্রী

30/12/2023 10:07 pmViews: 2

 

mzamin 

whatsapp sharing button

নির্বাচন বানচালের ষড়যন্ত্র যারা করছে তাদেরও শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যদি কেউ নাক গলাতে আসে, আমরা সেটা মেনে নেব না, বাংলাদেশ মানে নাই। শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পারে নাই, মুক্তিযুদ্ধে বিজয় আমরা অর্জন করেছি। আজকে অর্থনেতিক উন্নয়নের বিষয় সেটাও আমরা অর্জন করে তাদের দেখাবো, আমরা পারি। জনসভার মানুষকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আজকে আমার বলার কিছু নাই। আপনারা সব সময় আমাকে ভোট দিয়েছেন। আমার দায়িত্ব তো আপনারাই নিয়েছেন। আমার নির্বাচন তো সব সময় আপনারাই করে দেন। আমি আপনাদের কাছে এসেছি প্রার্থী হিসেবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন।

Leave a Reply