নির্বাচন বর্জন না করার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের
প্রতিবেদক:আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন না করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সের স্টার্সবার্গে ইউরোপীয় পার্লামেন্টে এ প্রস্তাব অনুমোদন করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে ১৭ দফা প্রস্তাব উত্থাপিত হয়। বৃহস্পতিবার রাতে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ব্যতয় ইস্যুতে বিতর্ক অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়। কার্যসূচিতে প্রথম এজেন্ডাই ছিল বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন ও মানবাধিকার ইস্যু।
ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রস্তাবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সব ব্যক্তি ও দলকে আগামী নির্বাচনের আগে, পরে এবং নির্বাচনের সময় সংযত ও সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন।
এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের আগামী সাধারণ নির্বাচন পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আয়োজন ও তদারকি করা উচিত। এছাড়া নির্বাচনকে ঘিরে সব ধরনের সহিংসতা থেকে রাজনৈতিক দলগুলোর বিরত থাকা উচিত বলেও তারা মনে করেন।