নির্বাচন নয়, আন্দোলনের প্রস্তুতি নিন : খালেদা

29/09/2013 8:36 amViews: 10
image_47339_0যশোর: এই মুহূর্তে দলীয় মনোনয়ন ও নির্বাচন নিয়ে ব্যস্ত না থেকে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্দলীয় তত্ত্বাবধায় সরকারব্যবস্থা আদায় করেই বিএনপি নির্বাচনে যাবে বলেও জানান খালেদা জিয়া।

রোববার বেলা ১১টায় যশোর থেকে খুলনা রওনা দেয়ার আগে সার্কিট হাউজ মিলনায়তনে নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কে কী পেলেন সেটা না ভেবে দেশ ও জনগণকে কী দিতে পারলেন সেটা ভাবুন।”

তিনি বলেন, “সময়মতো যোগ্য লোকদের মূল্যায়ন করা হবে। সময় হলেই নির্বাচনের প্রস্তুতির কথা জানানো হবে। নির্বাচনের জন্য বিএনপির সবকিছু রেডি আছে।”

ক্ষমতায় গেলে নতুন আঙ্গিকের সরকার গঠনের ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, “এবার নতুন আঙ্গিকে সরকার গঠন করা হবে। আমরা ঐক্যের রাজনীতি করব। জাতিকে বিভক্ত রেখে দেশকে এগিয়ে নেয়া যায় না। দেশ গঠনের জন্য ভালো ভালো লোককে নিয়ে আসব।”

খালেদা জিয়া জানান, ২৫ অক্টোবরের পর ঢাকা ও চট্টগ্রামে সমাবেশ শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের মুখে সরকারই সিদ্ধান্ত নেবে জনগণের দাবি মেনে নেবে নাকি সংঘাতের পথে এগুবে।

যশোরের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

খালেদা জিয়া দুপুর ১২টার দিকে যশোর সার্কিট হাউজ থেকে খুলনার উদ্দেশে রওয়ানা করেন। তার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার রাতে যশোর সার্কিট হাউজে তিনি অবস্থান করেন।

Leave a Reply