নির্বাচন নিয়ে প্রহসন হলে পরিণতি হবে ভয়াবহ’

29/12/2015 2:27 pmViews: 3
নির্বাচন নিয়ে প্রহসন হলে পরিণতি হবে ভয়াবহ’
 
‌‌নির্বাচন নিয়ে প্রহসন হলে পরিণতি হবে ভয়াবহ'
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বুধবার পৌরসভার নির্বাচন। এই নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করা হলে সরকারের পরিণত হবে অত্যন্ত ভয়াবহ। মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আইনজীবীরা রাজপথে থাকবে। তারা কোনো জেল-জুলমকে ভয় পায় না।
তিনি বলেন, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি পালনকালে সুপ্রিমকোর্টের আইনজীবীদের ওপর আওয়ামী সন্ত্রাসীর হামলা করে। আজ পর্যন্ত দোষীদের শাস্তি দেয়া হয়নি।
সভায় সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুদ্দিন খোকন বলেন, পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। বিএনপির প্রার্থীরা ৮০ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হবে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়। সভায় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply