বিএনপি এলে শুরু হয় সন্ত্রাস আর লুটপাট: হাসিনা

05/10/2013 1:11 pmViews: 18

524fee9f763cb-PMপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শুরু হয় সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট। আর আওয়ামী লীগ এলে দেশে শান্তি আসে, মানুষ নিরাপদে ঘুরে বেড়াতে পারে।’

আজ বিকেলে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানে দুর্নীতি। তারা ক্ষমতায় এলে দেশে অশান্তি আসবে। তারা বিনা মূল্যে বই, বৃত্তি দেওয়া বন্ধ করে দেবে। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ২০০৮ সালে যেভাবে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছেন, ঠিক সেইভাবে আগামীতেও আওয়ামী লীগকে ভোট দেবেন।’ উপস্থিত জনতা ভোট দেবেন কি না, তা তাঁদের হাত তুলে জানাতে বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী ক্ষমতায় থাকাকালে মসজিদে মানুষ মেরেছেন। ঈদের জামাতে সংঘর্ষ হয়েছে। অথচ আমাদের সময় এসব কিছুই ঘটেনি। জামায়াতের অনেক মহিলা কর্মী ঘরে ঘরে গিয়ে মিথ্যা অপবাদ দেয়।’ তিনি বলেন, ‘আপনারা এদের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। কারণ এরা চায় মানুষ হত্যা।’

শেখ হাসিনা বলেন, ‘এই কুষ্টিয়ার দৌলতপুরে পাকিস্তানিদের মাধ্যমে নির্যাতন করা হয়েছে। যারা মা-বোনদের নির্যাতন করেছে, তাদের বিচার চলছে। ইনশাআল্লাহ একদিন বিচার শেষ হবেই।’ তিনি বলেন, ‘বিএনপির নেত্রীর মনে বড় ব্যথা। তিনি খুনিদের বাঁচাতে চান। জাতির পিতার খুনিদের তাঁরা বাঁচাতে চেয়েছেন। কিন্তু পারেননি। অনেকের ফাঁসি হয়েছে। বিদেশে যারা আছে, তাদের খোঁজ করছি। পেলেই বিচার হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও কার্যকর হবে।’ বিএনপির নেত্রী চাইলে বাধা দিতে পারবেন না। এ সময় তিনি তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরেন। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে সোনার বাংলা গড়ার জন্য সবার সহযোগিতা চান শেখ হাসিনা।

Leave a Reply